বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক স্থাপনের উদ্দেশ্য :
১। নিবিড় ব্যবস্থাপনার মাধ্যমে দেশী-বিদেশী প্রজাতির জেনেটিক পুল সংরক্ষণ ও উন্নয়ন।
২। বিভিন্ন প্রজাতির বাঁশ ও বেত, গুল্ম ও ভেষজ উদ্ভিদের বাগান সৃজন ও ব্যবস্থাপনা।
৩। মূল্যবান এবং বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ ও বাগান সৃজন।
৪। জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে বন্যপ্রাণীরন আবাসস্থল সৃষ্টি ও সংরক্ষণ।
৫। ইকো-ট্যুরিজমের উন্নয়নের জন্য পরিবেশবান্ধব ভৌত অবকাঠামো নির্মাণ।
৬। ছাত্র, শিক্ষক, গবেষকগণের গবেষণা ও শিক্ষার সুযোগ সুবিধা সৃষ্টি করা।